বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কম, তার মধ্যেও দিল্লীর ‘ম্যাঙ্গো ফেস্টিভ্যালে’ পাড়ি দিচ্ছে ‘বাঁকুড়ার আম’। আগামী ১৬ জুন দিল্লীতে শুরু হওয়া এই মেলায় জেলায় উৎপাদিত ‘আম্রপালি’ সহ বিভিন্ন জাতের ৭ মেট্রিক টন আম যাবে বলে জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানানো হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে আমের বাজারে মালদহ ও মুর্শিদাবাদের একাধিপত্যে ভাগ বসিয়েছে বাঁকুড়া জেলার আম্রপালি। সঙ্গে হিমসাগর, ফজলি, বেগুনফালি আমের সঙ্গে স্বাদে গন্ধে সমানে সমানে টক্কর দিচ্ছে বাঁকুড়ার আম্রপালি। কিন্তু চলতি মরশুমে আবহাওয়ার খামখেয়ালিপনায় আম উৎপাদনে যথেষ্ট ঘাটতি থাকলেও জেলা ও রাজ্যের চাহিদা মিটিয়ে ভীন রাজ্যের আম প্রেমীদের রসনা তৃপ্তির উদ্যোগ নিয়েছে রাজ্য উদ্যান পালন দপ্তর। আর সঙ্গে দিল্লীর ‘ম্যাঙ্গো ফেস্টিভ্যালে’ সেরার সেরা স্থান ধরে রাখার চ্যালেঞ্জ তো আছেই।

আমচাষী নিত্যানন্দ গরাই বলেন, আমার বাগানে ১০০ প্রজাতির আমের গাছ আছে, তবে এবার ৪০ টি প্রজাতির গাছে ফলন এসেছে। তবে জাপানিজ মিয়াজাকি, থাইল্যাণ্ড, বাংলাদেশ সহ দেশী-বিদেশী মিলিয়ে ৩০ টি প্রজাতির আম নিয়ে তিনি ওই মেলায় যাচ্ছেন বলে জানান।

বাঁকুড়া জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক দেবাশীষ মান্না এবিষয়ে বলেন, আগামী ১৬ জুন থেকে ৩০ জুন দিল্লীর ‘ম্যাঙ্গো ফেস্টিভ্যালে’ থাকছে বাঁকুড়ার আম। অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন যথেষ্ট কম হওয়ায় ছ’হাজার হেক্টর জমিতে ২৮ হাজার মেট্রিক টন আম উৎপাদিত হয়েছে, যার মধ্যে দেশী-বিদেশী প্রজাতি মিলিয়ে ৭ মেট্রিক টন আম যাচ্ছে দিল্লীর ওই মেলায়। তবে গত বছরের মতো এবারও দিল্লীর ম্যাঙ্গো ফেস্টিভ্যালে বাঁকুড়ার প্রথম স্থান অধিকার করবে বলে তিনি যথেষ্ট আশাবাদী বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *