বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রধানমন্ত্রীর পরামর্শে ও ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংয়ের উদ্যোগে কিছু সময় আগে ভারতে এসে পৌঁছালো কুয়েতে অগ্নিকান্ডে মৃত ৪৫ জন ভারতীয়র দেহ।

এর আগে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং শুক্রবার সকালে কুয়েত পৌঁছে যান। সেখানে কুয়েতি কর্তৃপক্ষের সাথে সমন্বয়ে এই মৃতদেহগুলি দেশে ফেরানোর বন্দোবস্ত করেন তিনি। তিনিও ভারতীয় বায়ুসেনার সেই বিশেষ বিমানে করে দেশে ফেরেন বলে জানিয়েছে কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস। এর আগে কুয়েতের হাসপাতালে ভরতি আহত ভারতীয়দের সঙ্গেও দেখা করেন মন্ত্রী। তাঁর সঙ্গে তখন ছিলেন দূতাবাসের আধিকারিকরা। এদিকে কোচি বিমানবন্দরে আগে থেকেই অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করা হয়েছিল। মৃতদেহগুলি বিমান থেকে নামানোর পর তাতে করে নিয়ে যাওয়া হয়। এদিকে পুলিশ আগে থেকেই মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে পুরো বিষয়টির বন্দোবস্ত করে রেখেছিল।

মৃতদের মধ্যে অধিকাংশই কেরালার বাসিন্দা। তবে তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ সহ অন্যান্য প্রদেশের মানুষও আছে। আছে বাংলার একজন। মৃতদেহ নিয়ে বিমান কচিতে নামতেই চারিদিকে শোকের ছায়া নেমে আসে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের লুলু গ্রুপের চেয়ারম্যান ও প্রখ্যাত অনাবাসী ভারতীয় ব্যবসায়ী এম এ ইউসুফ আলি নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। এর আগে নিহত ভারতীয় নাগরিকদের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *