বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: স্বস্তি মিলল না তৃণমূলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর। তাঁর বিরুদ্ধে নিউটাউনে রেস্তোরাঁর মালিককে ফেলে মারধর করার অভিযোগ রয়েছে। আজ শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয়।

বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা ওঠে আজ সকালেই। রেস্তোরাঁয় ঝামেলা, অশান্তির ঘটনায় পুলিশি তদন্ত চলবে। এই কথাই জানিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। বিধাননগরের গোয়েন্দা বিভাগকে এই তদন্ত করতে হবে। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

নিম্ন আদালত থেকে গতকালই আগাম জামিন নিয়েছিলেন চণ্ডিপুরের তৃণমূল সাংসদ সোহম চক্রবর্তী। কিন্তু বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের পর কতটা স্বস্তিতে থাকবেন বিধায়ক? সেই প্রশ্ন উঠেছে। তদন্ত চললে পরের পরিস্থিতি কী হবে? সেই চর্চাও শুরু হয়েছে।

রেস্তোরাঁ মালিকের অভিযোগ ছিল, পুলিশের কাছে তিনি গিয়েছিলেন ঘটনার পরে। কিন্তু পুলিশ তেমন গুরুত্বই দেয়নি৷ অভিযোগ জমা করতেও গরিমসি করেছে। সোহমের বিরুদ্ধে সেই অর্থে কোনও তদন্তই হয়নি। কিন্তু এবার বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন। তাও আবার গোয়েন্দা বিভাগকে।

আগামী ৪ জুলাইয়ের মধ্যে রেস্তোরাঁয় হামলার ঘটনার তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে। এদিন বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, যথাযথভাবে মামলার তথ্যপ্রমাণ সংরক্ষণ করার কথাও বলা হয়েছে। এছাড়াও মামলাকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথাও আদালতে জানানো হয়েছে।

গত শুক্রবার সোহম নিউটাউনের কলকাতা ডিলাইট রেস্তরাঁর মালিক আনিসুল আলমকে মারধর করেন। সিসিটিভি ফুটেজে সেই ঘটনা দেখা যায়৷ পরদিন পুলিশে অভিযোগ জানানো হয়৷ কিন্তু পুলিশ সহযোগিতা করছে না বলে অভিযোগ।

এদিন শুনানিতে রাজ্যের তরফে প্রশ্ন করা হয়, ওই ব্যক্তি কেন একদিন পরে অভিযোগ দায়ের করলেন? কেন দু’দিন পরে মেডিক্যাল পরীক্ষা করালেন? কিন্তু এই প্রশ্নে তেমন গুরুত্ব দেননি বিচারপতি। ঘটনার তদন্ত করবে বিধাননগরের গোয়েন্দা বিভাগ। একজন এসিস্ট্যান্ট কমিশনার পদপর্যাদার অফিসার নেতৃত্বে থাকবেন। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *