বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তৃতীয়বার শপথ নেবার পরেই ভারতের প্রধানমন্ত্রীর কাছে শুভেচ্ছা বার্তা আসলো পাকিস্তানের প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রীর।
টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া বার্তায় তিনি বলেন, টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমি মোদিকে উষ্ণ অভিনন্দন জানাই। অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের পক্ষ থেকে অবশ্য মোদীর বিজয়ের পরেই অভিনন্দন বার্তা এসেছিলো।
পাকিস্তান অপেক্ষা করছিল শপথ গ্রহণের জন্য। নওয়াজ শরিফ বলেন, নির্বাচনে টানা তৃতীয়বার বিজয় আপনার প্রতি ভারতবাসীর আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, আসুন আমরা ঘৃণাকে আশায় পরিণত করে দুই বিলিয়ন মানুষের উন্নয়নের সুযোগ তৈরি করি। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। টানা তিনবার এই শপথ গ্রহণের কৃতিত্ব আছে একমাত্র জহরলাল নেহেরুর।