বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এই মুহূর্তে কি রাজ্যের মুখ্যমন্ত্রী খুব অসহায়! কারণ তাঁর অভিযোগ তিনি দীর্ঘ দিন ধরেই খবর পাচ্ছেন, ওভারলোড হওয়া ট্রাক থেকে টাকা তোলা হচ্ছে, সেই টাকা চলে যাচ্ছে কাঁথিতে। প্রশাসনিক বৈঠকে এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
মঙ্গলবারের বৈঠকে একের পর এক অফিসারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সূত্রের খবর, পুলিশ প্রশাসনকেও নিশানা করেছেন মমতা। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কেন এতো দিন এই বেআইনি টাকা তোলা তিনি বন্ধ করতে পারেন নি? এই অভিযোগ বিরোধীদের।
মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সরাসরি আঙুল তোলেন পুলিশের দিকে। নাম না করে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ নিয়ে সরব হয়েছেন বলেও জানা যাচ্ছে। সূত্রের খবর, মমতা এদিন বৈঠকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কয়লা, বালি, গোরু পাচার হচ্ছে ট্রাক ওভারলোডিং হয়ে। নীচু তলা থেকে উপরতলার চোখের সামনে দিয়ে পাচার হচ্ছে আর তা থেকে পকেটে টাকা ঢুকছে। সেই টাকা কাঁথিতেও যাচ্ছে। কাঁথিতে কার কার কাছে টাকা যাওয়ার কথা বললেন তিনি, তা স্পষ্ট নয়। বুঝতে অবশ্য অসুবিধা হয় না যে তাঁর তীর অধিকারী পরিবারের দিকে।