বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তাপপ্রবাহে জেরবার দশা কলকাতা থেকে জেলা। দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ এক ধাক্কায় ৪০ ডিগ্রির উপরে পৌঁছে গিয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় আবার পশ্চিমবর্ধমান, বাঁকুডা, পুরুলিয়া জেলায় জারি করা হয়েছে লু-র সতর্কতা। এই পরিস্থিতিতে স্কুলে পড়ুয়ারা যাচ্ছে না।

 

রাজ্যের স্কুল শিক্ষা দফতর অবশেষে অনুমতি দিয়েছে স্কুলের সময়সীমা বদলের। অর্থাৎ রাজ্যে স্কুলগুলি বেলার পরিবর্তে সকালে স্কুল করতে পারবে। গরমের কারনে স্কুলে পড়ুয়া সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু তারপরেও সময় বদল করতে পারছিল না স্কুলগুলি কারণ শিক্ষা দফতরের অনুমতি ছিল না।

গরমে জেরবার দশা হয়েছে গোটা রাজ্যের। তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছলেও মনে হচ্ছে তাপমাত্রা ৫০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। গরমের কারণে বেলা বাড়লে বাড়ির বাইরে বেশি কেউ বেরোতে চাইছেন না। স্কুল গরমের ছুটির পরে খুললেও অনেক পড়ুয়াই গরমের কারণে স্কুলে আসছে না। দিনের বেলা অসহনীয় গরমে অসুস্থ হয়ে যেতে পারে এই আশঙ্কায় অভিভাবকরা তাঁদের বাইরে বেরোতে দিচ্ছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *