বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পশ্চিমবঙ্গ সহ বিহার তামিলনাড়ু মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হিমাচল প্রদেশ এ উপনির্বাচনের নোটিফিকেশন জারি করল জাতীয় নির্বাচন কমিশন ।
উল্লেখ্য পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা আসনের উপনির্বাচনের নোটিফিকেশন জারি করল জাতীয় নির্বাচন কমিশন। রায়গঞ্জ বিধানসভা , রানাঘাট দক্ষিণ বিধানসভা , বাগদা বিধানসভা , মানিকতলা বিধানসভা এলাকায় উপনির্বাচনের ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন।
১০ ই জুলাই এই উপনির্বাচন গুলি হবে । ১৩ ই জুলাই উপনির্বাচনের গণনা হবে ।
আগামী ১৪ ই জুন মনোনয়ন জমা দেওয়ার দিন শুরু হচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ সে জুন । ২৪ সে জুন জমা দেওয়া মনোনয়নের স্কুটিনি হবে। ২৬ সে জুন মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে।