বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সোমবার বাজার খুলতেই খুশির হাওয়া দালাল স্ট্রিটে। মোদীর শপথের পরের দিনই রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল শেয়ার বাজার। এক ধাক্কায় একেবারে ৭৭.০৭৯ লেভেলে পৌঁছে গিয়েছে শেয়ার বাজার। নিফটিও চড়েছে তরতরিয়ে। নিফটি ০.৩৯ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ২৩.৪১১ লেভেলে।
রবিবারই তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে শপছ নিয়েছেন নরেন্দ্র মোদী। শপথ নিয়েছেন তাঁর নতুন মন্ত্রিসভাও। সোমবার সকালে শেয়ার বাজার খুলতে না খুলতে একাধিক শেয়ারের দর লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। পাওয়ার গ্রিড, এনটিপিসি, এসবিআই, টাকা মোটরস, অ্যাক্সিস ব্যাঙ্ক, আল্ট্রাটেকের শেয়ারের দর হু হু করে চড়তে শুরু করে।
সকাল থেকেই একেবারে চওড়া হাসি শেয়ার বাজারের কারবারিদের মুখে। কিন্তু এই খুশির বাজারেও বেশ কিছু নামি কোম্পানির শেয়ারের দর পড়েছে। সেই তালিকায় রয়েছে টিসিএস, উইপ্রো, ইনফোসিস, টাটা মাহিন্দ্রা। অন্যদিকে নিফটি ফিফটিতে। সিপলা এবং আদানি পোর্টের শেয়ারের দর হু হু করে চড়েছে।