বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ঘাটাল কেন্দ্রে বিপুল ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবে। এলাকা ভ্রমণ করার সময় তিনি লক্ষ করেন, ঘাটাল অঞ্চলে এখন আর তেমন গাছ নেই।
তাই তাঁর প্রথম প্রতিশ্রুতি ছিল যে তিনি যত ভোট পাবেন ঘাটাল অঞ্চলে তত সংখ্যক গাছ লাগাবেন। সকলের অলক্ষ্যে রবিবার সেই কাজ শুরু করে দিলেন দেবে। এবার তৃতীয় বারের জন্য ঘাটাল কেন্দ্র থেকে তিনি লোকসভা নির্বাচনে জয়ী হতেই দেওয়া কথা রাখার প্রস্তুতি শুরু করলেন। আপাতত দেব তাঁর কেন্দ্র অর্থাৎ ঘাটালে মোট ২ লাখ গাছ লাগানোর প্রস্তুতি শুরু করলেন। ফল প্রকাশের আগেই তিনি নার্সারিতে গাছের চারা কেনার বরাত দিয়ে দিয়েছিলেন। ফল প্রকাশের পর জানা গিয়েছে দেব মোট ৮ লাখ ৮১ হাজার ১৯৫টি ভোট পেয়েছেন।
দেবের স্পষ্ট কথা ঘাটাল অঞ্চলকে সবুজে ভরিয়ে তুলতে হবে। এবার ভোট মেটার চার দিনের মধ্যেই ঘাটাল কেন্দ্রে গাছ লাগানোর প্রক্রিয়া শুরু করলেন। তাও বর্ষা ঢোকার আগেই। ঘাটাল কেন্দ্রের প্রাক্তন সাংসদ রামপদ মান্না জানিয়েছেন চারা গাছ কেনার জন্য ইতিমধ্যেই অর্ডার দেওয়া হয়ে গেছে। ১০টি নার্সারিতে ২ লাখ গাছের অর্ডার দেওয়া হয়েছে। শুধু গাছের অর্ডার দেওয়া বা গাছ লাগানো নয়, প্রত্যেক অঞ্চলে একটি করে টিম করে দিয়েছেন সেই গাছ রাখনাবেক্ষণের জন্য।