বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবার পালা মন্ত্রীসভার বিভাজন। অর্থাৎ কে কোনো দায়িত্ব পাবেন! সেই কারণেই আজ প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে বৈঠকে বসছেন।
জানা যাচ্ছে, বিকেল ৫ টার দিকে প্রধানমন্ত্রীর লোক কল্যাণ মার্গের বাসভবনে অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠক। রবিবারই শপথ গ্রহণ করেছেন মোদি মন্ত্রিসভার ৭২ জন মন্ত্রী। এনডিএ-র মন্ত্রিসভার সব সদস্যদের নিয়ে সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রিসভার ৭২ জন মন্ত্রী রবিবার শপথগ্রহণ করলেও এখনও তাঁদের মধ্যে দফতর বণ্টন হয়নি। কে কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন, এখনও স্পষ্ট নয়। সম্ভবত আজকের বৈঠক সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতেই।
মোদীর এই তৃতীয় মন্ত্রীসভার মোট সদস্য ৭২ জন। তার মধ্যে রয়েছেন ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী এবং ৫ জন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)। প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় বার শপথগ্রহণের আগে রবিবার সকালে নিজের বাসভবনেই একটি চা-চক্রের আয়োজন করেন মোদি। বিজেপি সূত্রে জানা যায় সেখানে যাওয়ার জন্য আগের দিন রাতে ফোন করে করে ডাকা হয়েছে একাধিক নেতাকে। মনে করা হয়েছিল, যাঁরা ওই চা-চক্রে ডাক পেয়েছেন, তাঁরাই মন্ত্রিসভার সম্ভাব্য সদস্য। রবিবার সন্ধ্যায় তাঁদেরই দেখা গেল মোদির সঙ্গে শপথগ্রহণে। বাংলা অপেক্ষা করছে, বাংলার দুই মন্ত্রী কোন দপ্তর পান তা দেখার জন্য।