বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মনোরঞ্জন ব্যাপারি বাস্তবে একজন বুদ্ধিজীবী, লেখক। রাজনীতি ঠিক তাঁর মঞ্চ নয় – একথা তিনি আগেও জানিয়েছেন।
এবার সমাজ মাধ্যমে তা সোজা প্রকাশ করলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি। তিনি সমাজ মাধ্যমে লেখেন, আমার বন্ধুরা আগেই বলেছিলেন, রাজনীতি আমার জায়গা নয়। তখন ওদের কথা শুনি নি। কিন্তু এখন বুঝতে পারছি, রাজনীতিতে এসে ভুল করেছি। এবার ভুল শোধরাতে হবে। বইমেলা আসছে। কত নতুন বই প্রকাশ পাবে, কিন্তু আমার কোনো বই প্রকাশ পাবে না। আমাকে আবার লেখা পড়ার জগতে ফিরে যেতে হবে।
তিনি এর পরেই রাজনৈতিক প্রসঙ্গ টেনে এনে বলেন, ভোটের প্রচারে আমি বলেছিলাম, বলাগড় থেকে সব জঞ্জালকে সরিয়ে দেবো। তিনি লেখেন, ‘নির্বাচনী সভায় আমি বলেছিলাম,আমি জিতলে বলাগড়ের মাটি ,বালি মাফিয়াদের জঙ্গলের রাজত্ব চলতে দেব না।গাঁজা পাচার, জুয়ার ঠেক, গরু পাচার, রেশনের মাল পাচার, সবুজ দ্বীপের অরণ্য ধ্বংস বন্ধ করে দেবো। কোনও দল দেখব, না নেতা দেখব না, যে অপরাধী দুষ্কৃতী কেউ আমার হাত থেকে রেহাই পাবে না। আমার এই কথায় বলাগড়ের সাধারণ মানুষ আমাকে বিশ্বাস করে ছিলেন, ভোট দিয়েছিলেন।’ কিন্তু জঞ্জাল সাফ করতে গিয়ে দেখলাম, সব কিছুর পিছনে আছে আমার দলের সব মানুষ। তারা ক্ষেপে উঠলো আমার বিরুদ্ধে। এমনকি আমাকে হত্যার চক্রান্ত করেছিল। আর তাদের ছাড়া দল চলবে না। তাই এ বছর লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী আমাকে প্রচারে যেতে বারণ করেন। তাই এবার নিজের স্বাধীন জগতে ফিরে যেতে হবে।