বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রশ্নটা আগেই উঠেছিল যে বাংলা থেকে কে বা কারা মন্ত্রীত্ব পেতে চলেছেন! তমলুক লোকসভা থেকে জিতে প্রাক্তন বিচাপতি অভিজিৎ গাঙ্গুলীর নাম প্রথম থেকেই শোনা গিয়েছিল।
এবার বাতাসে ঘুরে বেড়াচ্ছে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের নাম। এছাড়াও ইতিমধ্যেই সুকান্ত মজুমদার থেকে অভিজিৎ গাঙ্গুলী, বঙ্গ বিজেপির একাধিক হেভিওয়েট প্রার্থীদের নিয়ে তুঙ্গে চর্চা। সূত্রের খবর, ইতিমধ্যেই ফোন এসে গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে। যাচ্ছেন দিল্লি। আগেই শোনা গিয়েছিল মোদী ক্যাবিনেটে আইনমন্ত্রীর পদ পেতে পারেন অভিজিৎ।
সূত্রের খবর, শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, ইতিমধ্যেই বাংলার আরও এক নবনির্বাচিত সাংসদের কাছে এসে গিয়েছে ফোন। সূত্রের খবর, ফোন পেয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। তারপর থেকেই তাঁর মন্ত্রী হওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, যাঁরা ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন তাঁদের সরাসরি ফোন করছেন নরেন্দ্র মোদী। পরবর্তীতে ক্যাবিনেট সেক্রেটারির ফোন আসার কথা। এদিকে শান্তনু ঠাকুরের কাছে ফোন এলেও কে তাঁকে ফোন করেছেন তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, আগের দফায় শান্তনু ছিলেন জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্বে।