ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে তৃণমূলের পক্ষ থেকে কেউ শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন না। তাহলে হঠাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন দিল্লি ছুটলেন? এই প্রশ্ন উঠা স্বাভাবিক। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, ‘গতকাল রাতে আমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ যোশী।
বলেছিলেন আসার জন্য। কিন্তু আমাদের দলই সিদ্ধান্ত নিয়েছে যাওয়া হবে না। সেখানে কী করে যাব?’ কৌতূহল সকলের মধ্যে।
তবে সুদীপ জানিয়ে দিয়েছেন, দিল্লি গেলেও তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না। তিনি সাংবাদিকদের বলেন, ‘শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছি না। সাংসদদের রেজিস্ট্রেশন করতে হয়। ৫-৯ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনের তারিখ। আজ শেষ দিন। সেই কারণেই যাচ্ছি।’ আজ আবার বিমান বন্দরে দেখা গেলো বারাকপুর থেকে পরাজিত বিজেপি প্রার্থী অর্জুন সিংকে। তিনি অবশ্য জানালেন, তিনি আমান্ত্রিত হয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন।