বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গতকাল অর্থাৎ শনিবার ছিল বাংলার নব নির্বাচিত সাংসদদের কাছে একটা স্মরণীয় দিন। সব সাংসদ ও অন্যান্য দলীয় নেতৃত্বকে নিয়ে মুখ্যমন্ত্রী ভবানীপুরে আলোচনায় বসেছিলেন।
সেখানে তিনি দুই পরাজিত প্রার্থী সুজাতা মন্ডল ও উত্তম বারিকের খুবই প্রশংসা করুন। বলেন, “সুজাতা অল্প ব্যবধানে হেরে গেল, কিন্তু ও আমাদের দারুণ লড়াই দিয়েছে”। কাঁথিতে পরাজিত তৃণমূল প্রার্থী উত্তম বারিককে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কাঁথিতে উত্তম বারিক আমাদের বাঘের মতো লড়েছে”।
এর পরেই তিনি দলীয় সাংসদদের বৈঠকে সদ্য নির্বাচিত হওয়া ইউসুফ পাঠান, মিতালি বাগ, রচনা বন্দোপাধ্যায় ও জগদীশ বসুনিয়ার ব্যাপক প্রশংসা করেন । এর মধ্যে বহরমপুর লোকসভা কেন্দ্রে পাঁচ বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করেছেন ইউসুফ পাঠান। সেই নিয়ে মমতা বলেন, “ইউসুফ তুমি জায়ান্ট কিলার, গোটা জেলাকে সাধুবাদ দিতে হবে।” ইউসুফ কিছুটা লজ্জাঘন মুখে হেসে বলেন, দলের সবাই ঝাঁপিয়ে পড়েছিল বলেই আমাদের জয় হয়েছে। তাই দলের সকলের জন্য বিশেষ করে (মমতার দিকে তাকিয়ে ) আপনার জন্যই আমার এই জয়।