বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আজ মোদীর শপথে যোগ দেবেন বঙ্গ বিজেপির দুই নেতা দিলীপ ঘোষ এবং অর্জুন সিং। দুই নেতাই পরাজিত হয়েছেন ভোটে। তারপরেও তাঁদের মোদীর শপথে উপস্থিত তাকার আমন্ত্রণ জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এবারে ভোটের ফলাফলের পর বারবার সুকান্ত-শুভেন্দুর দিকে আঙুল উঠেছে।
বঙ্গ বিজেপির এই দুই নেতা মোদীর শপথে যাচ্ছেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে হারের পর দিলীপ ঘোষ প্রকাশ্যে বঙ্গ বিজেপির নেতৃত্বদের বিরুদ্ধে মুখ খুলেছেন। প্রকাশ্যেই তিনি অভিযোগ করেছেন তাঁকে পরিকল্পনা করে মেদিনীপুর কেন্দ্র থেকে সরানো হয়েছিল। আর দিলীপের এই অভিযোগের পরেই বারবার শুভেন্দু-সুকান্তর দিকে আঙুল উঠছে।
নির্বাচনের আগে শুভেন্দু এবং সুকান্তকে অত্যন্ত সক্রিয় দেখা গিয়েছিল। প্রায় প্রতিদিনই কোনও কোনও মন্তব্য করতেন তাঁরা। লোকসভা ভোটের হারের পর দিলীপ ঘোষ সরাসরি বঙ্গ বিজেপির নেতৃত্বদের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। দিলীপ ঘোষ সরাসরি অভিযোগ করেছিলেন গত নির্বাচনে ১৮টা আসন পেয়েছিল বিজেপি। এবার সেই সংখ্যাটা কেন কমল তা ভাবতে হবে।
মেদিনীপুর কেন্দ্রটিতে তিনি কাজ করেছিলেন ১ বছর ধরে। গত চার বছরে তাঁকে বঙ্গ বিজেপির কোনও মিটিংয়ে ডাকা হয়নি। কোনও মতামতও নেওয়া হয়নি বলে প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন তিনি। এমনকী দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন যে মেদিনীপুরে কুড়মিদের তাঁর বিরুদ্ধে খ্যাপানো হয়েছিল। যাতে তাঁকে মেদিনীপুর কেন্দ্র থেকে সরানো যায় সেকারণেই এই চক্রান্ত করা হয়েছিল।
দিলীপ ঘোষের একের পর এক মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। ২০১৮ সালে দিলীপের কাঁধে ভর করেই রাজ্যে ১৮টি আসন জিতেছিল বিজেপি। কিন্তু ভোটের পরেই দিলীপকে সরিয়ে সুকান্তকে সভাপতি পদে বসানো হয়। দলে গুরুত্ব বাড়ে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারীর। ২০২৪-র লোকসভা ভোটে কার্যত দিলীপ ঘোষকে ব্রাত্য করে রাখা হয়েছিল। তার প্রতিফলন ঘটেছে ভোট বাক্সে।
তার থেকে শিক্ষা নিয়েই কি শেষ পর্যন্ত ফের দিলীপের গুরুত্ব বাড়াতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে ব্যারাকপুরে হারের পরেও বিজেপি নেতা অর্জুন সিংও যাচ্ছেন দিল্লিতে মোদীর শপথ গ্রহন অনুষ্ঠানে। এদিকে বিজেপি নবনির্বাচিত সাংসদদের মধ্যে অভিজিৎ গাঙ্গুলি এবং শান্তনু ঠাকুরও দিল্লিতে যাচ্ছেন। ইতিমধ্যেই শান্তনু ঠাকুর এবং অভিজিৎ গাঙ্গুলির মন্ত্রিত্ব পদ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।