বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তৃতীয় বারের জন্য শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী ও তাঁর মন্ত্রীসভা। সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে রাষ্ট্রপতি ভবন সেজে উঠেছে।
নতুন মন্ত্রিসভায় কারা যোগ দিচ্ছেন, সেই তালিকা চূড়ান্ত করতে আজ সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে বিজেপি সংসদ সদস্যদের এক বৈঠকের আয়োজন করা হয়েছিল। বিস্তারিত আলোচনা করে একটা বড়ো তালিকা তৈরী করা হয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্বের অনেক দেশের রাষ্ট্রনায়করা উপস্থিত থাকছেন। তাঁদের আতিথেয়তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। শপথ অনুষ্ঠানে প্রায় ৯ হাজার অতিথি অভ্যাগতের সঙ্গে উপস্থিত হয়েছেন প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ। দুজনেই গত শনিবার দিল্লি চলে এসেছেন। আজ দুপুরের মধ্যে চলে এসেছেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জগন্নাথ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোগবে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দহল ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। নির্বাচনে জয়ের পর এটাই হতে চলেছে মুইজ্জুর প্রথম ভারত সফর।