বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নির্দিষ্ট সময়ের এক মিনিট আগে নরেন্দ্র মোদী পৌঁছে গেলেন রাইসিনা হিলসে। তাঁকে সমবেতভাবে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাসসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা যোগ দিয়েছেন।
নরেন্দ্র মোদী ছাড়াও আজ শপথ নিতে পারেন ৩০ জন। বিজেপির হাতেই গুরুত্বপূর্ণ ৪ মন্ত্রক। প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। এছাড়া মোদীর তৃতীয় মন্ত্রীসভার ৩০ জন সদস্য এদিন শপথ নিতে পারেন। অন্যদিকে, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ এবং রেল মন্ত্রক বিজেপির হাতেই থাকছে বলে সূত্রের খবর। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানের সাক্ষ্য হতে দেশ-বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হয়েছেন শাহরুখ খান, অনন্ত আম্বানি থেকে সিজেআই ডিওয়াই চন্দ্রচূড়ও।