বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শুক্রবার থেকেই শুরু হয় শিয়ালদা মেইন লইনে ট্রেন দুর্ভোগ। চলবে রবিবার পর্যন্ত।
শনিবারও শিয়ালদা শাখায় যাত্রী-দুর্ভোগের সেই ছবিটা পালটানোর সম্ভাবনা কম। বরং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা আছে। সেই পরিস্থিতিতে ট্রেনযাত্রীদের যাতে নিদেনপক্ষে কোনও গুরুত্বপূর্ণ পয়েন্ট বা মেট্রো স্টেশনে পৌঁছে দেওয়া যায়, সেজন্য সরকারি বাসের বিশেষ শাটল পরিষেবা চালু করা হয়েছে। ব্যারাকপুর থেকে ডানলপ এবং দমদম সংশোধনাগার থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশনে পর্যন্ত দুটি রুটে সরকারি বাস চালানো হচ্ছে। ভাড়া পড়ছে ১০ টাকা। এতে কিছুটা হলেও সুবিধা হবে নিত্য যাত্রীদের।
সরকারি সূত্রে জানা যাচ্ছে,
১) ব্যারাকপুর থেকে ডানলপ: ব্যারাকপুর থেকে ছেড়ে টিটাগড়, খড়দা, পানিহাটি এবং রথতলা হয়ে ডানলপে যাচ্ছে।
২) দমদম সংশোধনাগার থেকে বেলগাছিয়া মেট্রো: দমদম ক্যান্টনমেন্ট স্টেশন লাগোয়া দমদম সংশোধনাগারের সামনে থেকে সেই বাস ছাড়ছে। নাগেরবাজার, লেকটাউন এবং পাতিপুকুর হয়ে বেলগাছিয়া মেট্রো স্টেশনে যাচ্ছে।
এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দিতে বিশেষ পরিষেবা চালু হয়েছে।