বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:লোকসভা নির্বাচনে বিজেপির এই ভরাডুবির অনেক কারণ থাকতে পারে, কিন্তু অন্তত দুটি জেতা আসনের প্রার্থীকে সরিয়ে দেওয়া যে একটা কারণ তা অনেকেই স্বীকার করেছেন।
মেদিনীপুর ও রায়গঞ্জ আসন থেকে জয়ী সাংসদ দিলীপ ঘোষ ও দেবশ্রী চৌধুরীকে অন্যত্র পাঠানো হয়। একটি আসনে জয় এলেও বর্ধমান দুর্গাপুর হাতছাড়া, এদিকে মেদিনীপুর হাতছাড়া হয়েছে। দিলীপ বলেন, ‘এসব কেন করা হয়েছে এগুলো ভাবতে হবে। কিছু তো একটা ব্যাপার আছে। নাহলে যারা পার্টির প্রতিষ্ঠিত নেতা তাঁদের কি হারানোর জন্য পাঠানো হয়েছিল? লোকে হারা আসন জেতার জন্য প্ল্যানিং করে। এতো দেখছি জেতা আসন হারাবার জন্য প্ল্যানিং হয়েছে বলে মনে হচ্ছে।’ এদিন দিলীপ ঘোষকে প্রবল উত্তেজিত মনে হচ্ছিলো।
মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তাঁকে সরানোর ব্যাপারে বেশ কিছু যুক্তি খাঁড়া করা হয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে। দিলীপ বলেন, ‘কী সব যুক্তি দেওয়া হয়েছে। আমি নাকি মেদিনীপুরে দাঁড়ালে হেরে যাব। কারণ ওখানে নাকি কুড়মিরা আমাদের বিরুদ্ধে।’ দিলীপ উল্টো অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে কুড়মিদের খেপিয়ে তোলা হয়েছে। এমনকি, দলের অনেক প্রোগ্রামে তাঁকে ডাকাও হতো না বলে দাবি দিলীপের। তিনি বলেন, ‘আমি চিরদিন কর্মীদের সঙ্গে ছিলাম। কিন্তু পার্টির প্রোগ্রামে আমি ৪ বছর ধরে যাইনা। আমাকে ডাকেও না।’ শেষে তিনি বলেন, ‘আমি যতদিন রাজনীতি করব, আমি এরকমই থাকব। রাজনীতি ছেড়ে দিলে অন্য ভাবে মানুষের পাশে থাকব।’দিলীপ ঘোষের এই কথায় নাগরিক মহল অন্য একটা ইঙ্গিত পাচ্ছেন বলেই মনে করা হচ্ছে।