বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ইতিমধ্যে রোজাভ্যালি কাণ্ডে ঋতু ও প্রসেনজিতকে ইডি ডেকে কিছু খোঁজ খবর নিয়েছিল। এবার হঠাৎ রেশন দুর্নীতি কাণ্ডে ঋতুকে ডাকায় নাগরিক মহল উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন।
সদ্য লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। বাংলার মানুষ বিপুল জনাদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তারপরই রেশন দুর্নীতি মামলায় বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাজিরা এড়ালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
৫ জুন অভিনেত্রীকে ইডি অফিসে নোটিশ দিয়ে তলব করেছিল ইডি। কিন্তু সেই ডাকে সাড়া দিলেন না ঋতুপর্ণা। বুধবার অভিনেত্রীর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে আইনজীবী পাঠিয়ে তা ইডিকে জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত বলে সূত্রের খবর। সেখানেই ইডির কাছে বাড়তি সময়ও চেয়েছেন এই জনপ্রিয় টলিউড অভিনেত্রী। এই বাড়তি সময় চাওয়ার মধ্যে কোনও অন্যায় বা অপরাধ দেখছেন না ইডি অফিসাররা। ইডি সূত্রে খবর, আগামীকাল ৬ জুনের পর যে কোনও দিন অভিনেত্রী ইডি অফিসে আসতে পারবেন বলে আইনজীবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন ঋতুপর্ণা।