বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রথম দিনের শেষে সাত উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ছিল ৩০২। ১০৬ রানে অপরাজিত ছিল রুট। দ্বিতীয় দিনের সকালে ইংল্যান্ডের বাকি ৩ উইকেট দ্রুত ফেলাই লক্ষ্য ছিল ভারতীয় দলের। আকাশ দীপের সামনে অভিষেক টেস্টের ৫ উইকেট নেওয়ার সুযোগ ছিল। তবে প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনের সকালেও রুট কিন্তু পথে কাঁটা হলেন ভারতীয় দলের সামনে।
অলি রবিনসনকে সঙ্গী করে রাঁচিতে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন রুট। প্রথম দিনের সকালে যেভাবে বল হাতে আগুন ঝড়িয়ে ছিলেন আকাশ দীপ দ্বিতীয় দিনে সেটা করতে পারলেন না বঙ্গ পেসার। এমনকি সিরাজও বল হাতে কার্যকরী ভূমিকা নিতে পারলেন না। এরই সুযোগ নিলেন দুই ইংল্যান্ড ব্যাটার। দলের রানকে ক্রমশকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রুট-রবিনসন জুটি।
প্রথম দিনের শেষে ৩১ রান করে ক্রিজে রয়েছেন অলি রবিনসন। দ্বিতীয় দিনে অর্ধশতরান পূরণ করলেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। শেষ পর্যন্ত এই জুটি ভাঙলেতন জাদেজাই। তাঁরই বলে রবিনসন স্ট্যাম্প হলেন। ৯৬ বলে ৫৮ রানের একটা দুরন্ত ইনিংস খেললেন রবিনসন।তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং একটি ছক্কা দিয়ে।
এরপর ইংল্যান্ডের বাকি দুটি উইকেট ফেলতে বেশি সময় নিলেন না জাদেজা। শোয়েব বসির এবং জেমস অ্যান্ডারসন খাতার খোলার আগেই জাদেজার বলে আউট হলেন। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস থামল ৩৫৩ রানে। ১২২ রানে অপরাজিত থাকলেন রুট। ২৭৪ বলে তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চার দিয়ে।
প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে সব থেকে সফল রবীন্দ্র জাদেজা। ৩২.৫ ওভার বল করে ৬৭ রান দিয়ে চার উইকেট পেলেন তিনি।সিরাজ দুটি, অশ্বিন একটি উইকেট পেয়েছেন।
অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে তিন উইকেট পেলেন আকাশ দীপ।প্রথম দিনের প্রথম সেশনে ৪৭ রানের মাথায় ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত আনলেন আকাশ দীপ। ১১ রানে আউট করলেন বেন ডাকেটকে। এরপর অলি পোপকে ০ রানে এবং জ্যাক ক্রলিকে ৪২ রানে ফেরালেন আকাশ।১ সর্বমোট ১৯ ওভার বল করে ৮৩ রান দিয়ে ৩ উইকেট পেলেন বঙ্গ পেসার।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারিয়েছে ভারত। ২ রান করে জেমস অ্যান্ডারসনের বলে আউট হয়েছেন তিনি। লাঞ্চের বিরতি পর্যন্ত ভারতের স্কোর ১ উইকেটে ৩৪। যশস্বী ২৭ এবং গিল ৪ রানে অপরাজিত আছেন।