বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ব্যাপারটা অবাক করার মতো। কিন্তু ঘটেছে। আসলে ওই কেন্দ্রে নোটাকে ভোট দিতে অনুরোধ জানিয়েছিল কংগ্রেস নিজেই। তার কারণ দলের প্রার্থী শেষ মুহূর্তে শিবির বদলে বিজেপিতে নাম লিখিয়ে ফেলেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন সরে দাঁড়ান লড়াই থেকে। ফলে মধ্যপ্রদেশের ইন্দোর নিয়ে মহা ফাঁপরে পড়ে কংগ্রেস। ওই কেন্দ্রে হাত চিহ্নে কোনও প্রার্থী দেওয়ার সময় ছিল না। প্রার্থী ছিল না ইন্ডিয়া জোটের অন্য শরিকদেরও। ফলে কংগ্রেস সভা সমিতি করে notaয় ভোট দেওয়ার অনুরোধ করে সবাইকে।
যদি নোটা রেকর্ড সংখ্যক ভোট পায়, তাহলে সেটা বিজেপির জন্য লজ্জাজনক হবে। কংগ্রেস প্রার্থী লড়াইয়ে না থাকায় প্রচারে সেভাবে জোর দিচ্ছিল না বিজেপি (BJP)। এবার তাঁরাও বিপদ বুঝে প্রচারে নেমে পড়েন। শেষ পর্যন্ত অবশ্য জয়ের হাসি হেসেছেন বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানি। ১০ লক্ষেরও বেশি ভোট গিয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু চমকপ্রদ ফল (Lok Sabha Election Result 2024) করেছে নোটা। ২ লক্ষ ১৮ হাজারের বেশি ভোট পড়েছে নোটা বোতামে। সম্ভবত ইতিহাসে প্রথমবার নোটায় এত বেশি ভোট পড়ল। এভাবেই তো ইতিহাস তৈরী হয়।