বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:যখন বাংলা, ত্রিপুরায় ভরাডুবি। কেরালায় প্রায় একই রকম। কেরলে সিপিএম মাত্র পেলো মাত্র একটি আসন, সেখানে নতুন করে খাতা খুললো দেশের পশ্চিম প্রান্তে – রাজস্থানে।
সকাল থেকেই লাল পার্টির সমর্থকদের মুখ ভার। প্রথম হওয়া তো দূর, দ্বিতীয় স্থানেও নেই এই তরুণ নেতারা। তাহলে কোথায় জিতবে সিপিএম? ত্রিপুরা? না, সেখানেও লালের দেখা নেই। কেরলে দেখা যাক। সেখানেও দুই মেয়াদের বাম শাসনের পর, এই লোকসভায় দেখা গেল কংগ্রেসের ঝড়। সিপিএম-শাসিত রাজ্যও থেকেও জুটল মাত্র ১টি আসন। তাহলে কোথায় জিতল সিপিএম? কর্মী-সমর্থকদের মুখে হাসি ফোটাল রাজস্থান।
রাজস্থানের সবকটি আসনই বিজেপির ঝুলিতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছিল বুথ ফেরত সমীক্ষা। কার্যক্ষেত্রে তা মেলেনি। আর, রাজস্থানের সিকার আসন থেকে জয়ী হয়েছেন সিপিআইএম প্রার্থী অমরা রাম। ৬ লক্ষ ৫৯ হাজার ভোট পেয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিজেপির সুমেধানন্দ সরস্বতীকে প্রায় ৭৩ হাজার ভোটে হারিয়েছেন তিনি। এই আসনে প্রার্থী দেয়নি কংগ্রেস। অমরা রাম এবং সুমেধানন্দ সরস্বতী ছাড়া আর কোনও প্রার্থী ১০ হাজার ভোটের গণ্ডি পার করতে পারেননি। এটাই সিপিএমের একটা বড়ো সান্ত্বনা।