বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মা হওয়ার পর লম্বা একটা বিরতি নিয়েছিলেন সঞ্জনা গণেশন। টিভির পর্দায় ক্রীড়া সঞ্চালিকা হিসাবে তাঁকে অনেক দিনই দেখা যায়নি। অবশেষে মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ফের স্বমহিমায় ধরা দিলেন সঞ্জনা। কর্মক্ষেত্রে স্ত্রী-র প্রত্যাবর্তনে খুশি গোপন রাখেননি তাঁর স্বামী তথা ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরাহ।
২০২৩ সালে ডব্লিউপিএলের কভারেজের সঞ্জনা গণেশনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তখনই মনে হয়েছিল বুমরাহের স্ত্রী সন্তান সম্ভবা। সেই জল্পনাই সত্যি হয় শেষ পর্যন্ত। ২০২৩ সালে এশিয়া কাপ চলাকালীন নেপাল ম্যাচের পর হঠাৎ করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন জসপ্রীত বুমরাহ। পরে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর তারকা দম্পতির পরিবারে নতুন সদস্যের আগমন ঘটেছে।
এর পর থেকে মাঠ থেকে কিছুটা দূরেই ছিলেন সঞ্জনা। কিন্তু শুক্রবার থেকে শুরু হওয়া মহিলা প্রিমিয়ার লিগে মাঠে ফিরলেন সঞ্জনা । স্ত্রী-র একটি ছবি পোস্ট করে বুমরাহ সোশ্যাল সাইটে লেখেন, ‘খুব ভালো লাগছেন সঞ্জনা গণেশন, পৃথিবীর সবথেকে ভালো মুহূর্ত হল আবার কাজে ফেরা।’ ক্রীড়া সঞ্চালিকা হিসাবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন সঞ্জনা।
বুমরাহ এবং সঞ্জনা গণেশন ২০১৯ সাল থেকে একে অপরকে ডেট করছিলেন। দুজনেই ২০২১ সালের মার্চে বিয়ে করার সিদ্ধান্ত নেন। কয়েকমাস হল তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটেছে। মা হওয়ার জন্য কাজের জগত থেকে বিরতি নিয়েছিলেন সঞ্জনা। মা হওয়ার সময় সকল মহিলাদের কম-বেশি ওজন বাড়ে। সঞ্জনার ক্ষেত্রেও সেটাই হয়েছে। কয়েক সপ্তাহ আগেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে এই নিয়ে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু ট্রোলকারীকে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন সঞ্জনা।
শুক্রবার থেকে শুরু হয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং রানার্স দিল্লি ক্যাপিটালস। জাঁকজমকভাবে মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ শুরু হয়। শাহরুখ খান, বরুণ ধাওয়ান, শাহিক কাপুর, টাইগার শ্রফ, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রারা পারফরম্যান্স করেন। অনুষ্ঠানে বুম হাতে চেনা মেজাজেই দেখা গেল বুমরাহ পত্নীকে।
অন্যদিকে, ভারতীয় দল রাঁচিতে টেস্ট খেলতে ব্যস্ত থাকলেও বুমরাহকে এই টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে। রাজকোট থেকেই বাড়ি ফিরে গিয়েছেন বুমরাহ। ধরমশালায় সিরিজের শেষ টেস্টে আবার ভারতীয় দলে ফেরানো হতে পারে বুমরাহকে।টি২০ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দায়িত্ব থাকতে পারে বুমরাহের উপরে।