বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচন ২০২৪-এর গণনা চলছে। শুধু সময়ের অপেক্ষা ফলপ্রকাশের। দুই লাখের উপর ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। প্রতি রাউন্ডেই বাড়ছে জয়ের ব্যবধান।
প্রতিপক্ষ বাম নেতা সৃজন ভট্টাচার্য থেকে বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়। হেভিওয়েট এই কেন্দ্রের দিকে সকাল থেকেই চোখ ছিল সকলের। ফাইনাল মার্কশট আসতে আর কিছুক্ষণের অপেক্ষা। আগামী পাঁচ বছর রাজ সিংহাসনে বসবে কে? জয়ের মুকুটই বা উঠবে কার মাথায়? আর ক্ষণিকের অপেক্ষা। কলকাতা তথা গোটা দেশের কাছে রাজনীতির ইতিহাসে অন্যতম চর্চিত কেন্দ্র যাদবপুর। যাদবপুর কেন্দ্র ছিল প্রথম থেকেই চর্চায়। প্রতি বছরের মতো এবারও একঝাঁক চমক। তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ বিপুল ভোটে এগিয়ে।
যাদবপুরের লাল দুর্গে একটা সময় পালাবদলের ঝড় তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিহাস তৈরি হয়েছিল সেদিনই, যেদিন সিপিএমের দাপুটে নেতা তথা লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করেন সদ্য রাজনীতির আঙিনায় পা রাখা তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও যাদবপুর লোকসভা কেন্দ্রে যুব নেতা-নেত্রীদের লড়াইয়ের দিকে নজর সকলের। ২০১৯ লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আর সায়নীর বিজয় মালা পরা শুধুই সময়ের অপেক্ষা।