বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবার চতুর্থবারের জন্য জয় পেতে চলেছেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। দমদম এক সময় বাম দুর্গ বলে পরিচিত ছিল। যদিও তৃণমূলের হাত ধরে বিজেপির তপন শিকদার এখানকার সাংসদ হয়েছিলেন।
তারপরে আবার সিপিএম নেতা অমিতাভ নন্দী দমদম থেকে বিজয়ী হন। কিন্তু তারপর তৃণমূল প্রার্থী সৌগত রায় ২০০৯ সালে দমদম থেকে বিপুল ভোটে নয় লাভ করেন। ২০১৪ ও ২০১৯ সালেও সৌগত রায় জয়ের ধারা ধরে রাখেন। যদিও ২০১৯ সালে তাঁর ভোট অনেকটাই কমে গিয়েছিল। সেই বিজয়ের ধারা এবারও ধরে রাখতে সক্ষম হবে বলেই মনে করা হচ্ছে। এই মুহূর্তে ৪০ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন তাঁর নিকটতম বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তর তুলনায়। এখানে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী তৃতীয় স্থানে আছে।
সারা বাংলা ব্যাপি তৃণমূলের হাওয়া দূরন্ত গতিতে এগিয়ে চলেছে। এমন কি বহরমপুরে পরাজিত হলেন অধীর চৌধুরী। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের মার্জিন প্রায় ২ লক্ষ বাড়িয়ে নিয়েছেন।