বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আমাদের মনে আছে, ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে ২/৩ দিনের মধ্যে বাংলায় প্রায় ১০০০ সিপিএমের পার্টি অফিসের দখল নিয়েছিল তৃণমূল।
আর এবার অনেকটা সেই খেলাই কি শুরু হলো? গণণা শেষে উত্তপ্ত আগারহাটি সরবেরিয়া পঞ্চায়েত এলাকা। সরবেরিয়ার বড় আজগরায় চার বিজেপি সমর্থকের মাথা ফাটানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ৪৫ নম্বর বুথের ঘটনা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে বিজেপি। বসিরহাটের বিজেপি পাত্র ভোট কেন্দ্র থেকে বের হতেই তৃণমূল সমর্থকরা তার গাড়িকে তাড়া করেন। যাদবপুরে প্রথম থেকেই লিড ধরেছিল তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। দ্বিতীয় স্থান বজায় রেখেছে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। আর তৃতীয় স্থানে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। একদিকে যখন তৃণমূল জিতছে সেখানে তখনই তাদের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ উঠল। বামেদের দাবি বিজয়গড়ে সিপিএম পার্টি অফিস ভাঙচুর করেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার তাদের।
বিভিন্ন জায়গায় রাজ্যের শাসক দলের কর্মীদের শরীরী ভাষায় বেশ উন্মাতা দেখা যাচ্ছে। তাদের সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন নেতৃত্ব।