বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ইতিমধ্যে কোলকাতা ও পার্শ্বিবর্তী অঞ্চলের প্রার্থী ও তাঁর এজেন্টদের নিয়ে বৈঠকে করেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। আর এবার আলিমুদ্দিন স্ট্রিটে বাম প্রার্থী ও কর্মীদের নিয়ে আলোচনা সেরে নিলেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম।
মঙ্গলবার লোকসভা ভোটের গণনা। আর সোমবার গণনার আগের দিন গণনাকেন্দ্রে ইভিএম কারচুপির আশঙ্কা প্রকাশ করলেন মহম্মদ সেলিম। ভুয়ো কাউন্টিং অফিসিয়ালরা থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক। জানান, গণনাকেন্দ্রের বাইরে সিপিএমের জমায়েত থাকবে। সিপিএমের প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৈঠক শেষে নির্বাচন কমিশনে গেলেন প্রার্থীরা।
মহম্মদ সেলিম বলেন, সঠিক পদ্ধতিতে গণনার দাবি জানাতেই মূলত এদিন নির্বাচন কমিশনে যাচ্ছেন তারা । কোনও গণনাকেন্দ্রে এজেন্ট ঢুকতে না পারলে প্রতিরোধ হবে বলেও এদিন হুঁশিয়ারি দেন সেলিম। মহম্মদ সেলিম বলেন, “যেমন ভুয়ো ভোটার, ভুয়ো এজেন্ট ধরেছিলাম, এবার গণনায় প্রয়োজনে ভুয়ো কর্মী ধরতে হবে। যাতে ভুয়ো কর্মী না থাকে তার জন্যই কমিশনে যাওয়া। সবটা মনিটর করতে হবে।”