বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগামী ১ জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট। আর তার আগে স্বস্তি পেলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। কারণ, তাঁর পাঁচ সঙ্গীর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। তারা ভোটগ্রহণ পর্বেও অংশ নিতে পারবেন। এই কথা জানানো হয়েছে।

 

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছিল। বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়। রেখা পাত্রের পাঁচ সঙ্গীর পক্ষেই রায় গেল আদালতের। অজিত সর্দার, গীতা বর, সুপ্রকাশ মন্ডল, উৎপল মাইতি, সুদেব দে৷ এই পাঁচ জন স্বস্তি পেলেন।

গত মঙ্গলবার আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল পুলিশকে। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে সেদিন মামলা উঠেছিল। রাজ্যের তরফে জানানো হয়েছিল, প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছিল। তবে কেউ সেই সময় পর্যন্ত ঘটনায় গ্রেফতার হয়নি। উল্লেখ্য, গত ৬ মে অস্ত্র নিয়ে বিক্ষোভের ঘটনায় উত্তপ্ত হয়েছিল সন্দেশখালি৷

একটি দল অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। বিজেপির কর্মী – সমর্থকরা তাদের রুখে দেয়৷ কিন্তু পুলিশ আসল অভিযুক্তদের ধরেনি বলে অভিযোগ। বিজেপির লোকজনদের নামে অভিযোগ করা হয়। এরপর বিজেপির তরফ থেকে সন্দেশখালি থানা ঘেরাও করা হয়েছিল।
দিলীপ মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালানোর অভিযোগ ছিল। ওই ঘটনায় বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছিল। এই সব কিছু নিয়েই দায়ের হয়েছিল মামলা।

বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, কারা অস্ত্র নিয়ে গেল, তাদের খুঁজতে হবে। থানার ব্যারিকেড কারা সরানোর চেষ্টা করল? সেটিও খুঁজে বার করবে পুলিশ। পুলিশ যে এফআইআর দায়ের করেছিল, তার উপরেও স্থগিতাদেশ দিয়েছিল আদালত।

আজ বৃহস্পতিবার  কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ ওই পাঁচ জনের জামিন মঞ্জুর করেন। অজিত সর্দার, গীতা বর, সুপ্রকাশ মন্ডল, উৎপল মাইতি, সুদেব দে থানার এলাকার বাইরে থাকতে পারবেন। আগামী ১ তারিখে ভোট দান প্রক্রিয়াতেও অংশ নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *