বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রেমালের প্রত্যক্ষ আঘাতে নয় কিন্তু পরোক্ষ আঘাতে আরো দু’জনের মৃত্যু হলো বর্ধমানে। জানা যাচ্ছে, ঝড়ের দাপটে ভেঙে পড়েছিল বাড়ির কলাগাছ৷ সেই কলা গাছ কেটে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন বাবা৷
আর তাঁকে বাঁচাতে গিয়ে একই পরিণতি হল ছেলেরও৷ সোমবার সকালে এমনই মর্মান্তিক ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের মেমারিতে৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা এবং ছেলে, দু জনেরই মৃত্যু হয়েছে৷ এই নিয়ে ঘূর্ণিঝড় রিমলের জেরে শুরু হওয়া দুর্যোগে রাজ্যে চার জনের মৃত্যু হল৷ খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ ভিড় করেন ওনাদের বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সোমবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মেমারির কলানব গ্রাম কোঙারপাড়ায়। জানা গিয়েছে, মৃত দুজনের নাম ফঁড়ে সিং(৬৪) এবং তাঁর ছেলেও তরুণ সিং(৩০)। গাছের সঙ্গে যে বিদ্যুতের তার জড়িয়ে ছিল, তা লক্ষ্য করেননি তিনি৷ গাছ কাটতে যেতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই বৃদ্ধ৷ বাবাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাঁকে বাঁচাতে যান ছেলে তরুণ সিং৷ কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন৷ স্থানীয় বাসিন্দারা বাবা ছেলেকে উদ্ধার করে প্রথমে বড়শুল হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ কিন্তু চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।