বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ঝড়ের দাপটে অন্যান্য এলাকার মতন বেসামাল শিলিগুড়িও। গতকাল রাত সাড়ে বারোটার পর থেকে প্রচণ্ড হাওয়া এবং বৃষ্টি শুরু হয়ে যায় শহর শিলিগুড়িতে।
সাথে মেঘের গর্জন। গভীর রাতে অন্যান্য জায়গার মতন তান্ডব শুরু হয়ে যায় শিলিগুড়িতে।ঝড়ে পড়ে যায় বহু গাছ একেবারেই বেসামাল হয়ে যায় কাচা ঘরবাড়িও। ঝড়ের কারনে ছিড়ে যায় তার। প্রচুর তারের ছিড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শিলিগুড়িতে গতকাল রাত একটার পর থেকে শুরু হয়ে যায় “রোমাল ” এর তান্ডব। ঝড়ে ভেঙ্গে পড়ে বহু নারকেল গাছ। শিলিগুড়ির বড় বড় রাস্তার উপরে বড় বড় হোডিং পড়ে থাকতে দেখা যায়।
ঝড়ের দাপটে বহু চাল উড়ে যায়। রাত হওয়ার কারনে কোন আহত হবার খবর পাওয়া যায় নি। শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়িতেও “রোমালের ” দাপটে প্রচুর ক্ষতির খবর পাওয়া গেছে। জলপাইগুড়ির বেশ কয়েকটি এলাকায় গাছ পড়ে যাবার খবর চলে এসেছে। শিলিগুড়ির মতন জলপাইগুড়িতেও “রোমাল ” এর কারনে প্রচুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ের কারনে বহু গাছ উপরে রাস্তার উপরে পড়ে থাকায় যান চলাচল বিঘ্নিত হয়েছে বলে খবর।