বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তাপমাত্রা পৌছে গেছে উনচল্লিশ ডিগ্রীতে। সকাল থেকেই খটখটে গরম। সূর্যের তেজে পুড়ছে গোটা উত্তরবঙ্গ।
এর উপরে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া খবরে জানা গেছে আগামী কয়েকদিন মানে সামনের মাসের দুই তারিখ পযর্ন্ত তাপমাত্রা চরমে থাকবে। আজ সকাল থেকেই শিলিগুড়িতে রোদের তাপে নাজেহাল হয়ে পড়ে শিলিগুড়ির মানুষ। গরমে একেবারেই শুনশান হয়ে পড়ে রাস্তাঘাট এবং বাজার। আজ সকাল থেকেই একেবারে জনমানবশূন্য হয়ে পড়ে শহর শিলিগুড়ি। কোথাও কেউ একেবারেই দরকার না হলে বাইরে বের হতে চাইছেন না। দোকানপাট এবং বাজারহাট একেবারেই শুনশান। সবচাইতে খারাপ অবস্থা হোটেল এবং রেষ্টুরেন্ট গুলির,রাত নটা বাজলেই বন্ধ করে দেওয়া হচ্ছে হোটেলগুলি। সাধারন মানুষ ডাবের জল এবং ঠান্ডা পানীয় নিয়েই দিন কাটাচ্ছেন।গরমের প্রভাব পড়েছে সবজী বাজারেও একেবারেই দরকার না হলে কেউই রাস্তায় আসছেন না বলে জানিয়েছেন সবজী বিক্রেতারা। শিলিগুড়ির পাশাপাশি গরম বেড়েছে জলপাইগুড়িতেও।গরম প্রায় আটত্রিশ ডিগ্রির কাছাকাছি জলপাইগুড়িতেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আরো কয়েকদিন এই তাপমাত্রা বজায় থাকবে শিলিগুড়ি এবং তার আশেপাশের অঞ্চলে।