বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আর পুরানো রেকর্ড বাজবে না। শিলিগুড়িতে এবং গোটা দার্জিলিং জেলাতে জিতবে তৃণমূল কংগ্রেস। আজকে ঠিক এই ভাষাতেই কথা বললেন আত্মবিশ্বাসী তৃণমূল নেতা বিকাশ ঘোষ।
বর্তমানে তিনি দার্জিলিং জেলা কৃষান ক্ষেত মজদুর ইউনিয়নের সভাপতি। বিকাশবাবু জানালেন দল চায় আর আমি দৌড়ে বেড়াই।কারন আমি আমার দলকে ভালোবাসী। আমাকে আমাদের দার্জিলিং জেলা সভাপতি যেভাবে কাজ করতে বলে আমাকে দায়িত্ব দিয়েছেন আমি সেটাই করতে চেষ্টা করছি। এতটা করতে পারব আমি নিজেই বুঝতে পারি নি জানালেন বিকাশ ঘোষ। আমি দল ছাড়াও ব্যক্তিগতভাবে সমাজসেবা করি। তাই আমার কাছে পরিশ্রম কোন ব্যাপারই নয়। এবারে নির্বাচনে আমাদের দার্জিলিং এর জেলা সভানেত্রী যেভাবে দৌড়ে গেছেন তার জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়। তিনি নিজেও আত্মবিশ্বাসী যে এবারে দার্জিলিং জেলাতে শেষ হাসি হাসতে চলেছে তৃণমূল কংগ্রেস ই। এবারের নির্বাচনের তৃণমূল কংগ্রেস এর একটাই ভালো দিক অসাধারনভাবে প্রচার হয়েছে। যেটা আগে হয় নি। এর জন্য পুরো কৃতিত্ব আমাদের জেলা সভাপতির। তিনি নিজে এই কাজটা অনেক সহজ করে দিয়েছেন যেটা অনেক কঠিন কাজ ছিল। এবার পাহাড়ের ভোট অন্য কথা বলবে বলে দাবী করলেন দার্জিলিং জেলা সভাপতি।তিনি জানান পাহাড়ের ভোট এবারে আগের মতন হয় নি, তাই এবারে আডভানটেজ তৃণমূল কংগ্রেস।তবে সবকিছু আগামী চার তারিখের উপরেই নির্ভর করছে সেদিন ফলাফল চলে আসবে আমাদের কাছে। আর তখনই বোঝা যাবে কার জয়। এখন শুধুমাত্র অপেক্ষা জানালেন বিকাশ ঘোষ।