বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রশান্ত বর্মন বেলাকোপার বিডিও। প্রতি সপ্তাহে বেরিয়ে পড়েন দোকান দোকানে দোকান মানে খাবারের দোকানগুলিতে। আজ সকালেই তিনি বেলাকোপার মিষ্টির দোকান এবং পরে একটি পুরি তরকারির দোকানে গিয়ে খাবারের গুনমান খতিয়ে দেখেন বিডিও প্রশান্ত বর্মন।
খাবার খেয়ে পছন্দ না হওয়ায় দোকানদারদের ধমক দেন বিডিও। বিডিও জানান বেশ কয়েকদিন ধরে তার কাছে খাবারের গুনমান নিয়ে অভিযোগ করছিলেন সাধারন মানুষের। বিডিও জানান তিনি অনেক দিন থেকেই এই কাজটি করে আসছিলেন। এবারে অভিযোগ পাবার পরে খাবারের দোকানগুলিকে সতর্ক করে দিলেন তিনি। বিডিও জানালেন যে যে দোকানগুলিকে সতর্ক করে দেওয়া হল তাদের বিরুদ্ধে যদি আবার অভিযোগ আসে তবে তাদের লাইসেন্স বাজেয়াপ্ত করে দেওয়া হবে। বিডিও আরো জানান প্রত্যেক খাবারের দোকানগুলিতে একটা আলাদা হিসাব রাখতে হবে। বিডিও আরো জানান আমি গোটা বেলাকোপা ঘুরে এসেছি এবং অভিযোগ পেলেই ব্যাবস্থা গ্রহন করা হবে তা সে যেই দোকানই হোক না কেন। এদিন বিডিও একটি হোটেলে বসে ভাত খান এবং প্রত্যেককে জিঞ্জাসা করেন খাবার কিরকম লাগছে।