বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রচণ্ড গরম, আজ তাপমাত্রা বেড়ে একচল্লিশ ডিগ্রীতে পৌছে গিয়েছিল। তার সাথে সাথে লোডশেডিং এর অত্যাচার, একেবারেই নাজেহাল হয়ে পড়েছেন শিলিগুড়ির মানুষ।
আজ সকাল থেকেই চড়া রোদে নাজেহাল হয়ে পড়েন মানুষ। সকাল থেকেই রাস্তা একেবারেই ফাকা ছিল। নিতান্তই কাজ না থাকলে বাইরে বের হতে চাচ্ছিলেন না মানুষ। যাদের অফিস আছে তারা সকালে বেরিয়ে অফিসে ঢুকে আবার সন্ধ্যায় অফিস থেকে সোজা বাড়িতে চলে আসেন। গরমের কারনে অসুস্থ হবার খবরও এসে পৌছিয়েছে। সাথে সাথে শুরু হয়েছে লোডশেডিং এর অত্যাচার। সকাল এবং বিকেল পালা করে লোডশেডিং এর খপ্পরে পড়ে গেছেন মানুষ। অনেকেই আর সহ্য করতে না পেরে এসি অথবা কুলার কিনে ফেলেছেন। রাতেও হচ্ছে লোডশেডিং, ভ্যাপসা গরমের সাথে সাথে হাওয়া না থাকাও শিলিগুড়ির মানুষের কাছে অস্থিরতার কারন হয়ে দাড়িয়েছে। রোদের এবং লোডশেডিং এর দাপটে অসুস্থ হয়ে পড়ছেন সাধারন মানুষ। আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া খবরে জানা গেছে আরো কয়েকদিন চলবে এই গরমের দাপট। তাই এখনই গরমের হাত থেকে নিস্তার পাচ্ছেন না শিলিগুড়িবাসী।