বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রাজ্য পুলিশের বিরুদ্ধে হিরণের তীব্র অভিযোগ যে হিরণকে রাজ্য পুলিশ আটকাচ্ছে। হিরণকে তাঁর কনভয় নিয়ে এগোতে বাধা দেয় পুলিশ।

কেশপুরে আটকে দেওয়া হলে গাড়ি থেকে নেমে পড়েন হিরণ। পুলিশ তাঁকে বলে, ‘আপনি গাড়ির সংখ্যা কমান, নাহলে যেতে দেওয়া হবে না।’ এ কথা শুনে সুর চড়িয়ে হিরণ বলেন, ‘কাগজ দেখান, কেন আটকাচ্ছেন আমাকে?’ পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে হিরণ বলেন, ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট করে দেখান। পুলিশের দাবি, নির্বাচন কমিশন থেকে নির্দেশ রয়েছে, এতগুলো গাড়ি নিয়ে এগোনো যাবে না।

হিরণের দাবি, কেন্দ্রীয় বাহিনী বিক্রি হয়ে গিয়েছে, কোথাও দেখা যাচ্ছে না কুইক রেসপন্স টিমকে। ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগের পাশাপাশি, হিরণের দাবি, পুলিশ এলাকা জুড়ি সন্ত্রাস চালিয়েছে। পুলিশের সঙ্গে তাঁর বচসার ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। অন্যদিকে, হিরণের সামনে এসে এক ভোটার জানান, তাঁকে ভোট দিতে দেওয়া হয়নি, বাড়ি চলে যেতে বলেছে তৃণমূলের লোকজন। এ কথা শুনেই এগিয়ে যান হিরণ। তিনি ওই ভোটারের হাত ধরে নিয়ে যান ভোটগ্রহণ কেন্দ্রে। তিনি বলেন, “আমরা দাঁড়িয়ে আছি। ওঁকে ভোট দিতে দিন, আমরা ওঁকে বাড়ি পৌঁছে যাব। উনি ভয় পাচ্ছেন।” এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *