বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আর মাত্র একটা দফা বাকি। সকাল ৭টায় শুরু হয়ে গেলো ষষ্ঠ দফা ভোট। পশ্চিমবঙ্গে আজ ভোট হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুররে। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত গন্ডগোলের খবর আসছে। মূল অভিযোগ দুই শাসক দলের বিরুদ্ধে।

 

কেশপুরে সিপিএমের এজেন্টকে বসতে বাধা! ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভা কেন্দ্রের ২ নং অঞ্চলের ২৯ নং খেতুয়া বুথে এই অভিযোগ উঠেছে। পাশাপশি খেতুয়া পার্টি অফিসে বাইরে থেকে তালা মেরে দেওয়ার অভিযোগও উঠেছে। অভিযোগ তৃণমুলের বিরুদ্ধে। সিপিএমের দাবি, ভিতরে আটকে রয়েছেন ৪ জন এজেন্ট। তাঁরা যেতে পারছেন না পোলিং বুথে।

* মহিষাদলের পর ঝাড়গ্রাম। ভোটের দিনই আরও এক মৃত্যুর ঘটনা। শনিবার সকালে ষষ্ঠ দফা ভোট শুরুর আগেই উদ্ধার হল যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ। বিধানসভার অন্তর্গত লালগড় থানার বেলাটিকরি গ্রাম পঞ্চায়েতের কুরকুট সোল এলাকার ঘটনা।

* নিজের ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে সরব হলেন বাঁকুড়ার বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়।

* ভোটারদের ভোট দিতে বাধা। বর্ধমানের খণ্ডঘোষের কামালপুরে বিরোধী এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ জানাল সিপিএম। তাদের দাবি, খণ্ডঘোষের ১৪১ নং বুথে নেই কোনও বিরোধী এজেন্ট। বামপন্থী দলের আরও অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বাহিনী বলছে, রেজাল্ট বেরনোর পর তাদের দেখে নেওয়া হবে।

চলছে গণতন্ত্রের উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *