বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভোট প্রচারে চরকির মতো ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ। এবার যে যাদবপুর যথেষ্ট উদ্বেগের তা কমবেশি সকলেই স্বীকার করেছেন। কিন্তু সায়নী ঘোষ নিজের মতো করে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন।
সেই প্রচারের মাঝেই হঠাৎ তার মনে পড়ে স্কুল জীবনের কথা। তিনি ফিরে যান সেই স্কুল জীবনে। আসল কথা হলো, সায়নী চিরকালই বেশ ডাকাবুকে, অকুতভয় মানুষ। তিনি একবার এক বিচিত্র ঘটনা ঘটিয়েছিলেন স্কুলে। ক্লাসের মনিটর ছিলেন সায়নী। তখন থেকেই লিডারশিপ কোয়ালিটি ছিল অভিনেত্রীর মধ্যে। এই সায়নী স্কুলে পড়ার সময়ই এক ক্লাসমেটকে মন দিয়ে ফেলেছিলেন। সেই ছেলেটি আবার ফার্স্ট বয় ছিল। ক্লাস মনিটর হওয়ার কারণে হম্বিতম্ভি বরাবরই ছিল সায়নীর। একবার ক্লাসে টিচার আসার আগে ছেলেটির সঙ্গে ভয়ানক কাণ্ড ঘটিয়েছিলেন সায়নী। তখন মনে ছিল তারুন্যের জোয়ার।
সেই জোয়ারে ভেসেই সায়নী তার ক্লাসমেট ফার্স্ট বয়ের সঙ্গে একটা ঘটনা ঘটিয়ে ফেলে। সায়নী ছেলেটিকে ডাকেন। মনিটর ডাকছে, প্রথমটায় ভয়ে হাত-পা ঠাণ্ডা হয়ে গিয়েছিল ছেলেটির। বারবারই সে আঁকুতির সুরে বলছিল, “আমি কথা বলিনি, আমি কথা বলিনি।” সায়নীর মেজাজ হারিয়ে যায়। তারপর ছেলেটির মাথা ব্ল্যাকবোর্ডে ঠুকে হুমকির সুরে অভিনেত্রী বলেছিলেন, “বল, আই লাভ ইউ।” ছেলেটি ঘাবড়ে গিয়ে বলেছিল, “এ মা! সে কী… আমি গতকালই অন্য একজনের প্রোপোজ়াল গ্রহণ করেছি। ওর জন্য ব্রেক টাইমে আলু কাবলি কিনব।” এই কথার পর হাসতে-হাসতে ছেলেটি এও বলে, “আমার কাছে টাকা নেই। পাঁচ টাকা দিবি রে…।” বলতে বলতে উচ্চস্বরে হেসে ওঠেন সায়নী। বলেন, কত সুন্দর ছিল সেই দিনগুলো!