বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নন্দীগ্রাম এবার দুই দলের কাছেই প্রেস্টিজ ফাইট। তাই কেউ এক ইঞ্চি জমি ছাড়তে রাজি না। এই পরিস্থিতিতেই বুধবার মধ্যরাতে তৃণমূল সমর্থকদের হাতে খুন হয় একজন বিজেপি কর্মীর মা। তারপর যা হবার তাই হয়েছে। বিজেপি আজ নন্দীগ্রাম বনধ ডেকেছে। আর আজ বিকেল ৫টায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে সভা করবেন জানিয়েছেন।
বিজেপির অভিযোগ নন্দীগ্রামে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটিয়া,আর দু’নম্বর ব্লকের বয়ালনগর ১, বয়াল ২ এই জায়গায় যাঁরা মানুষকে ভোট দিতে দেয়নি তাঁদের তালিকা আমার কাছে রয়েছে। এর পরিণতি খুব খারাপ হবে সতর্ক করলাম। কোনও বাবা বাঁচাবে না। কেউ বাঁচাবে না।” তাদের অভিযোগ অভিষেকের এই প্ররোচনাতেই উন্মত্ত হয়ে উঠেছে তৃণমূল কর্মীরা আর খুন করা হলো একজন মানুষকে।
এ দিকে, পরিস্থিতি আরও হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে কেন্দ্রীয় বাহিনী নন্দীগ্রাম থানা থেকে পৌঁছচ্ছে গোটা এলাকায়। সঙ্গে রয়েছে প্রচুর পুলিশও। জানা যাচ্ছে, ১০০ কোম্পানির উপর বাহিনী নন্দীগ্রামে মজুত রয়েছে। আসছে আরও ফোর্স। এ দিকে, আজ আবার বিকেল পাঁচটা নাগাদ নন্দীগ্রামে সভা রয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।এ প্রসঙ্গে, শুভেন্দু অধিকারী বলেন, “একজন মহিলাকে নন্দীগ্রামে খুন করা হয়েছে। আপনারা তো জানেন আমি গুন্ডা সোজা করা লোক। কেষ্ট মণ্ডল, শেখ শাহজাহানরা কোথায়? তাদের বদলা হবে।”