বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আইপিএল ফাইনাল খেলতে চেন্নাই পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ চিপকে অনুশীলনে নেমে পড়বেন শ্রেয়স আইয়াররা।
প্রথম কোয়ালিফায়ারের শেষে শাহরুখ খানকে ভর্তি হতে হয়েছিল আমেদাবাদের হাসপাতালে। তিনি ২৬ মে ফাইনালের দিন চিপকে থাকতে পারবেন কিনা তা নিয়েই চর্চা তুঙ্গে।
তবে এরই মধ্যে আশার বাণী শোনালেন কেকেআরের অন্যতম কর্ণধার জুহি চাওলা। এক বেসরকারি সংবাদমাধ্যমে তাঁর দাবি, শাহরুখ খান আগের চেয়ে ভালো আছেন। তিনি দলের ফাইনাল ম্যাচ দেখতে চেন্নাইয়ে হাজির থাকবেন। উল্লেখ্য, ২০১৪ সালে শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর।
হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন শাহরুখ। তার ফলে তাঁকে কেডি হাসপাতালে ভর্তি করানো হয়। শাহরুখ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের প্রথম কোয়ালিফায়ার দেখতে মাঠে গিয়েছিলেন কন্যা সুহানা, পুত্র আব্রাম ও ম্যানেজার পূজা দাদলানিকে নিয়ে।
শাহরুখ হাসপাতালে ভর্তির পর তাঁকে দেখতে হাসপাতালে যান কেকেআরের অন্যতম কর্ণধার জুহি চাওলা ও তাঁর স্বামী জয় মেহতা। এরপর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জুহি চাওলা জানিয়েছেন, শাহরুখ খানকে চিকিৎসকরা দেখেছেন। কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর শারীরিক অবস্থা অনেক ভালো হয়েছে।
কিং খান আইপিএল ফাইনালের আসরে হাজির থাকতে পারবেন বলেও জানিয়েছেন জুহি। শাহরুখের পাশে থাকতে আমেদাবাদে পৌঁছেছেন স্ত্রী গৌরী খান। কন্যা সুহানা তাঁর বান্ধবী অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর, নব্যা নন্দার সঙ্গে মুম্বই ফিরে গিয়েছেন।
জুহি উচ্ছ্বসিত কলকাতা নাইট রাইডার্স ফাইনালে ওঠায়। অন্যবারের তুলনায় এবার কেকেআরের অনেক কম ম্যাচেই মাঠে এসেছেন জুহি। তাঁর কথায়, খুব ভালো লাগছে। রোমাঞ্চিত ও গর্বিত দলের প্রতি। গোটা টুর্নামেন্টে ধারাবাহিকতা দেখিয়েই ফাইনালে উঠেছে দল। প্রতিবারই এই মুহূর্তের জন্য অপেক্ষা করি। এবার বাস্তবায়িত হয়েছে। ট্রফি আর এক ম্যাচ দূরে।