বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কলকাতা হাইকোর্টের ওবিসি নির্দেশ ইন্ডিয়া জোটের কাছে একটা বড় থাপ্পর। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি মমতা সরকারকে তীব্র আক্রমণ করে বলেছেন ভোট ব্যাঙ্কের জন্য মুসলিমদের ওবিসি সার্টিফিকেট পাইয়ে দিত তৃণমূল কংগ্রেস।
যাঁরা দাবি করেন দেশের উপর সবার আগে অধিকার মুসলিমদের তাঁদের গালে কষিয়ে চড় মেরেছেন কলকাতা হাইকোর্টের ওবিসি নির্দেশ। নাম না করে কংগ্রেসকে নিশানা করেছেন মোদী। প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন ভোট ব্যাঙ্কের জন্য সরকারি জমি ওয়াকফ বোর্ডকে দিয়ে দেওয়া হয়েছে। এমনকী বাজেটে মুসলিমদের জন্য ১৫ শতাংশ সংরক্ষণও দাবি করে তারা।
প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেছেন সরকারি সব কাজের বরাত তারা ধর্মের ভিত্তিতে পাইয়ে দেওয়ার পরিকল্পনায় থাকে। এর আগে অমিত শাহ নির্বাচনী প্রচারের সভা থেকে অভিযোগ করেছেন যে মুসলিমদের ওবিসি সার্টিফিকেট পাইয়ে দিতে ষড়যন্ত্র করেছে তৃণমূল কংগ্রেস সরকার। মুলসিম ভোট ব্যাঙ্কের জন্যই এই দুর্নীতি তারা করেছে বলে অভিযোগ করেছেন অমিত শাহ।
বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর সব ওবিসি শংসাপত্র বাতিল বলে নির্দেশ দিয়েছে। কোনও রকম নিয়োগ প্রক্রিয়ায় এবং শিক্ষাগত ক্ষেত্রে সেই ওবিসি শংসা পত্র গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি মান্থার বেঞ্চ। তবে যাঁরা আগে চাকরি পেয়ে গিয়েছেন তাঁদের চাকরি বহাল থাকবে। নতুন করে ওবিসি শংসা পত্রের জন্য আবেদন করতে হবে। সেই তালিকা বিধানসভায় পেশ করা হবে। এবং সেখানে পাস হতে তবেই মিলবে নতুন ওবিসি শংসাপত্র।
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বিপুল ভাবে ব্যবহার করা হয়েছে ওবিসি শংসা পত্র। যাঁরা যোগ্য নয় তাঁদের ওবিসি শংসাপত্র পাইয়ে দিযে চাকরির সুযোগ করে দেওয়া হয়েছিল। কাজেই যেভাবে ওবিসি শংসাপত্র দেওয়া হচ্ছে সেটা একেবারেই ঠিক নয় বলে অভিযোগ করেছেন তিনি। দুর্নীতি রুখতে এই ওবিসি শংসাপত্র বাতিল করা জরুরি ছিল।
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের এই ওবিসি নির্দেশিকা মানবেন না বলে জানিয়েছেন। তিনি পাল্টা অভিযোগ করেছেন বিজেপি পরিকল্পনা করে এই রায় করিেয়ছে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে ৫ লক্ষ শংসা পত্র বাতিল হয়ে গিয়েেছে। এতে নিয়োগ প্রক্রিয়ায় এবং শিক্ষাগত ক্ষেত্রে বিপুল প্রভাব পড়বে। তিনি অভিযোগ করেছেন এর আগে পরিকল্পনা করে ২৬ হাজার চাকরি বাতিল করা হয়েছিল। এর নেপথ্যে বিজেপির হাত আছে বলে অভিযোগ করেছেন তিনি।