সরকারি বাসের বেপরোয়া গতির বলি এক। উত্তেজিত জনতার দফায় দফায় পথ অবরোধ। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ। উত্তেজনা দুর্গাপুরে।


মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি এক। অভিযোগ সরকারি বাসের মদ্যপ চালকের বেপরোয়া ড্রাইভিং এর জন্য মৃত্যু এক ব্যাক্তির। প্রতিবাদে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মূল কার্যালয়ের সামনে দফায় দফায় পথ অবরোধ স্থানীয়দের। অফিসের ভেতর ঢুকে পড়ে উত্তেজিত জনতার বিক্ষভ। উত্তেজিত জনতার বিক্ষোভের মুখে কোকওভেন থানার পুলিশ।ঘটনার সূত্রপাত আজ সকাল সাড়ে দশটা নাগাদ, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আসানসোল ডিপোর একটি বাস ডিভিসি মোড়ের দিক থেকে দুর্গাপুর স্টেশনের দিকে আসছিল, ফিলপ্স কারবন কারখানার মোড়ের কাছে বেপরোয়া ঐ সরকারি বাস এক স্কুটি চালককে ধাক্কা মারে,সরকারি বাসের চাকার সাথে আটকে যায় ঐ স্কুটি চালক, পথ চলতি মানুষ বাসটিকে দাঁড় করানোর চেষ্টা করলে সেই বাস প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত ঐ স্কুটি চালককে হিচরোতে হিচরোতে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয় পর্যন্ত নিয়ে আসে, জনতার রোশের আঁচ বুঝতে পেরে সরকারি বাসের প্রধান কার্যালয়ের ভেতর ঢুকিয়ে দেয় বাস চালক, ততক্ষনে মারা গেছেন ঐ স্কুটি চালক। বারবার দাঁড় করানোর কথা বললেও কেন সরকারি বাসের চালক গাড়ি দাঁড় করলেন না এই প্রশ্ন তুলে উত্তেজিত জনতা দুর্গাপুর স্টেশন রোড দফায় দফায় অবরোধ করে, কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে এলে তারাও জনতার ক্ষোভের মুখে পড়ে, উত্তেজিত জনতা এরপর দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের ভেতর ঢুকে পড়ে বাসের চালককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকে, পুলিশ এসে উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করলেও তারা আর শান্ত হয়নি, তাদের দাবি ছিল ক্ষতিপূরম দিক সংস্থা, অবিলম্বে সেই বাসের চালককে সাসপেন্ড করুক নচেৎ তাদের হাতে তুলে দিক বাসের চালককে। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অফিসের সামনে। যতক্ষণ না তাদের দাবি মানা না হচ্ছে ততক্ষন আন্দোলন জারি থাকবে বলে হুশিয়ারী দেন উত্তেজিত জনতা। অভিযোগ সরকারি বাসের বেপরোয়া গাড়ি চালানোর বলি হতে হলো এই স্কুটি চালককে, এর আগেও এমন ঘটনা ঘটেছে কিন্তু কেউ আর দেখে না,ট্রাফিক পুলিশ তোলা তুলতে ব্যাস্ত থাকে, আর তাই প্রতিদিন এই দুর্ঘটনা ঘটেই চলেছে। মৃত ব্যাক্তির নাম শ্যামল প্রামানিক, দুর্গাপুরের ফরিদপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। গোটা ঘটনায় টানটান উত্তেজনা দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *