বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটূক্তি করা নিয়ে চারি দিকে তীব্র বিক্ষোভ দেখা দিয়েছিলো। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল নির্বাচন কমিশনকে।
এবার পদক্ষেপ নিলো কমিশন। ২৪ ঘণ্টার জন্য তাঁকে প্রচার থেকে বিরত থাকতে হবে। আগেই তাঁকে প্রচার শেষ করতে হবে। মঙ্গলবার (২১.০৫.২০২৩) বিকেল পাঁচটা থেকে কাল (বুধবার ২২.০৫.২০২৩) বিকেল পাঁচটা পর্যন্ত কোনও প্রচার করতে পারবেন না অভিজিৎ। ফলত বলাই চলে ভোটের আগে বড় ধাক্কা খেলেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন শিক্ষিত মানুষ এভাবে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমন করবে, তা কেউ প্রত্যাশা করেন নি।
কমিশনের মতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নির্বাচনী বিধিভঙ্গ করেছে। এ দিন কমিশন দুটি বিষয় উল্লেখ করছে। যেহেতু গোটা নির্বাচনে একাধিক মহিলা প্রার্থী লড়াই করছেন। তাঁদের উদ্দেশ্যে কোনও রকম অসম্মানজনক মন্তব্য কমিশন বরদাস্ত করবে না। আরও তাৎপর্যপূর্ণ বিষয়, এ দিনের চিঠিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অতীতের পেশার কথাও উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। তাদের বক্তব্য, একজন শিক্ষিত মানুষ কীভাবে এমন মন্তব্য করতে পারেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশনের শোকজ নোটিসে যে উত্তর দিয়েছিলেন তাতে সন্তুষ্ট হয়নি কমিশন। ফলে কমিশন ২৪ ঘন্টার জন্যতাঁকে নিষিদ্ধ করলো।