বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পঞ্চমদফার ভোট শুরুর আগে থেকেই উত্তেজনা রাজ্যের বিভিন্ন জায়গায়। বনগাঁর স্বরূপ নগরে গতকাল রাতে উত্তেজনা ছড়ায়। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের সঙ্গে এই নিয়ে অশান্সি শুরু হয়। শান্তনু ঠাকুর ঘটনাস্থলে গেলে তাঁকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়।
হাওড়ার উলুবে়ড়িয়াতেও গতকাল রাতে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। সিপিএমের পার্টি অফিসে হামলা চালানোর অভিযোগ। তৃণমূলের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ যায় ঘটনাস্থলে। শ্রীরামপুরে সকাল থেকে উত্তেজনা। সকাল বেরিয়ে পড়েছেন সিপিএম প্রার্থী ইপ্সিতা।
গতকাল রাত থেকেই আমডাঙায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। সকাল থেকে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। কেন্দ্রীয় বাহিনী গিয়ে ভোটার আস্বস্ত করে ভোট দিতে নিয়ে যায়। গ্রামের ভেতরে ঢুকে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে বলে জানা গিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ করেছেন গ্রামবাসীদের একাংশ। অভিযোগ পাওয়ার পরেই গ্রামে ঘুরছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
ব্যারাকপুর কেন্দ্রে টাকা বিলি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। অন্যদিকে আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ অভিযোগ করেছেন গতকাল রাত থেকে খানাকুলে তৃণমূল প্রার্থীদের উপর হামলা চালানো হচ্ছে। সকাল সকাল তিনি বুথে বুথে ঘুরতে শুরু করে দিয়েছেন।
শান্তনু ঠাকুর অভিযোগ করেছেন পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে। কোনও কেন্দ্রীয় বাগিনী টহল দিচ্ছে না এলাকায়। তৃণমূল কংগ্রেস হেরে যাবে বলেই বিজেপির উপরে হামলা চালানো হচ্ছে। বনগাঁ লোকসভা কেন্দ্রের একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। আমডাঙা ছাড়াও গয়েসপুর থেকেও অশান্তির খবর আসতে শুরু করে দিয়েছে।
এদিকে আবার আরামবাগের খানাকুলেও একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করে দিয়েছে। হাওড়াতেও গতকাল রাত থেকে চলছে অশান্তি। একাধিক জায়গায় অশান্তি খবর আসতে শুরু করে দিয়েছে। শ্রীরামপুরেও একাধিক বুথ থেকে সিপিএমের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ আসছে।