বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পঞ্চম দফায় ভোটের সকাল থেকে উত্তেজনা ব্যারাকপুর এবং হুগলিতে। সকালে রাস্তায় বেরিয়ে পড়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি অভিযোগ করেছেন গতকাল রাত থেকে এলাকায় টাকা ছড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। ইতিমধ্যেই তিনি কমিশনে অভিযোগ দায়ের করেছেন।


অন্যদিকে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন আইপ্যাকের টিম এলাকায় ঢুকেছে টাকা নিয়ে। তারা ভোটারদের টাকা বিলি করছে। সকাল সকাল তিনি বেরিয়ে পড়েছেন নিজের কেন্দ্রে। ইতিমধ্যেই তিনি কমিশনে এই নিয়ে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।

সকাল সকাল ভোট দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস গতকাল রাত থেকে একাধিক জায়গায় ভোটারদের ভয় দেখাচ্ছে। পার্থ ভৌমিকের নির্দেশে টাকা বিলি হচ্ছে ব্যারাকপুরের একাধিক জায়গায় এমনই অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে ব্যারাকপুরে। আমডাঙায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে ভোটারদের ভোট দিতে যাওয়ার জন্য আস্বস্ত করতে থাকেন।

অর্জুন সিংয়ের এই অভিযোগ একেবারেই ভ্রান্ত বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। তিনি দাবি করেছেন হেরে যাবে বুঝে এই সব গুজব ছড়াচ্ছেন অর্জুন সিং। এরকম কোনও ঘটনাই ঘটেনি। অন্যদিকে হুগলিতে গতকাল রাতে একাধিক জায়গায় টাকা বিলি হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সকাল থেকেই অ্যাকশন মুডে দেখা গিয়েছে তাঁকে। তিনি অভিযোগ করেছেন আশা কর্মীদের দিয়ে ভোট করাচ্ছে তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই একাধিক বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী।

 

অন্যদিকে এই কেন্দ্রে এবার তার প্রতিপক্ষ দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। উল্টে তিনি সকলকে মাথা ঠান্ডা রেখে ভোট দানের অনুরোধ জানিয়েছেন। কেউ রেগে গেলে তাঁকে রসগোল্লা খাওয়ানোর কথা বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এদিকে লকেট চট্টোপাধ্যায় দাবি করেছেন এই ভোটের পরেই রচনা বিজেপিতে যোগ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *