বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভোটের সকাল থেকেই অ্যাকশন মুডে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। হুগলির একাধিক বুথে ঘুরছেন তিনি। এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ রচনা বন্দ্যোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায় দাবি করেছেন এই ভোটের পরেই বিজেপিতে যোগ দেবেন রচনা।
যদিও বিজেপি প্রার্থীর এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। উল্টে তিনি শান্তিপূর্ণ ভাবে সকলকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন। সেই সঙ্গে বলেছেন কেউ মাথা গরম করলে যেন রসগোল্লা খাইয়ে দেন। লকেট চট্টোপাধ্যায়কে একেবারেই গুরুত্ব দিতে নারাজ রচনা।
সকাল থেকেই হুগলির একাধিক জায়গায় অশান্তি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন গতকাল রাত থেকে আইপ্যাকের টিম টাকা নিয়ে ঢুকেছে হুগলির বিভিন্ন জায়গায়। তারা টাকা দিয়ে তৃণমূলের ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এমনকী শাসক দলের নেতাদের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগও করেছেন তিনি।