বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ হিন্দি ভাষা সমাজের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। আজ তিনি জানান প্রতিভার কোন জাত হয় না, সে হিন্দু হোক অথবা মুসলমান।
আমাদের দায়িত্ব প্রতিভা যাতে বিনাশ না হয়ে যায় সেদিকে লক্ষ রাখা। প্রতিভার রুপ বিভিন্ন আকারে হতে পারে, সে সঙ্গীত হোক অথবা নাটক খেলা, আকা হোক অথবা গিটার সবাইকে সমাদর করতে হবে। আমাদের দরজা সবার জন্য সবসময় খোলা আছে। সবার আর্থিক পরিস্থিতি এক হয় না, আমাদের তাদের পাশে দাড়াতে হবে যাদের সত্যি সত্যি সাহায্যের প্রয়োজন আছে। এদিন জেলা সভাপতি মোট পঞ্চাশ জনকে সবার সামনে সম্বর্ধনা দেন। তিনি আরো জানান আমার কাজ সেই সব প্রতিভাধর ছেলে মেয়েদের খুজে বের করা যাদের ভবিষ্যতে বড় হবার ইচ্ছে এবং আকাঙ্ক্ষা আছে। তাদের দরকার টাকার। আমাদের দলীয় কর্মীরা সবাইকে খুজে বের করে তাদের পাশে দাড়াবেন। আমি সমস্ত হিন্দি মাধ্যমের সফল ছাত্রছাত্রীদের সফল হবার জন্য অভিনন্দন জানাচ্ছি। তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। তাদের পিতামাতাকেও আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাই।