বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভোট হয়ে গেছে তিন সপ্তাহের উপরে, ফলাফল আসতে আর বিশেষ দেরী নেই। একটা চাপা উত্তেজনা চলছে সব দলের মধ্যেই।
এর মধ্যে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস ভোট নিয়ে পরবর্তী পর্যালোচনায় বসেছে কি হতে পারে ফলাফল। প্রতিটি ওয়ার্ড নিয়ে পর্যালোচনা চলছে। আজকে শিলিগুড়ির 45নং ওয়ার্ডে জেলা সভাপতি পাপিয়া ঘোষের নেতৃত্বে আজকে ভোট নিয়ে পর্যালোচনায় বসল তৃণমূল। কতগুলি বুথ আছে সেই বুথগুলিতে কত ভোটার আছেন এবং কিরকম ভোট পড়েছে এর মধ্যে নিজের দলের পক্ষে কি রকম ভোট পড়তে পারে এ নিয়ে চুড়ান্ত আলোচনা করলেন তৃণমূল দার্জিলিং জেলা নেতৃত্ব এবং সহকর্মীরা। এদিন জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান প্রতিটি বুথ থেকে যদি একটা ধারনা চলে আসে আমাদের মধ্যে তবেই আমরা বুঝতে পারব ঠিক কি ফলাফল আসতে চলেছে। সবকিছু তো একেবারে সঠিকভাবে বলা সম্ভব নয়, তবে আমরা কিছুটা হলেও চেষ্টা করছি যাতে সঠিক দিকে যেতে পারি। ফলাফল যদি আন্দাজ করতে পারি তবে আমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে।বলে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। এদিন তার সাথে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুস্মিতা বোস মৈত্র। তিনি জানান এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যদি আমরা আগের থেকে বুঝতে পারি তবে সঠিকভাবে এগোতে পারব। আর আমরা আশাবাদী এই লড়াই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এবং আমরা নতুন পথের দিকে এগিয়ে যাব। আমাদের আরো বেশ কয়েকটি ওয়ার্ড ঘোরা বাকি আছে। সব ওয়ার্ডের কাজ শেষ হলেই আমরা বলতে পারব বা কিছুটা আন্দাজ করতে পারব কি ফলাফল হতে পারে।