বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রাজনৈতিক প্রচারে প্রতিশ্রুতির বন্যা চলে। এ কথা প্রায় সব দল সম্পর্কেই প্রযোজ্য। আর কথা না রাখা রাজনৈতিক নেতাদের চরিত্র। সেই সমস্যাতেই পড়লেন জুন মালিয়া। ধৰ্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে পুজো দিয়ে দাঁতনে প্রচারে বেরিয়েছিলেন জুন।
গ্রামে ঢুকতেই গ্রামের মহিলারা ঘিরে ধরেন তাঁকে। তারা বলতে শুরু করেন আবাস যোজনার বাড়ি না পাওয়ার। এরপরই তৃণমূল প্রার্থী বলেন, “ডিসেম্বর মাসের মধ্যে বাড়ির টাকা আনতে না পারলে আপনারা বলবেন। আমি রিজাইন দিয়ে চলে যাব।” মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রচারে যেতেই তাঁকে ঘিরে ধরেন গ্রামের মহিলারা। এর পরেই তিনি এক রাশ ক্ষোভ উগ্রে দেন বিজেপি প্রার্থীর দিকে।
বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকেও দুষেছেন তিনি। জুন সেখানে আগত মহিলাদের উদ্দেশ্যে বলেন, “অগ্নিমিত্রা পালকে জিজ্ঞাসা করবেন পনেরো লক্ষ টাকা কোথায়? কালো টাকা কোথায়। নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করুন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছেন পঞ্চাশ কিলোমিটার রাস্তা বাড়িয়ে দেবেন। আমরা কথা দিয়ে কথা রাখি। নরেন্দ্র মোদী রাখেন না। আর অগ্নিমিত্রা পাল আসানসোলে একটা কাজও করেননি। তিন বছরের বিধায়ক। আর দেখে আসুন আমি কী কাজ করেছি এই তিন বছরে।” শেষ পর্যন্ত অবশ্য এও নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।