বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক দিল্লির মদ মামলায় সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি মুক্তি পাওয়ার পরে প্রচারও চালাচ্ছেন তীব্রগতিতে। কেজরিওয়ালের এই মুক্তি লোকসভা নির্বাচনে কংগ্রেসের ক্ষতি করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর।
প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, কংগ্রেস ও অরবিন্দ কেজরিওয়ালের আপ ইন্ডিয়া ব্লকের অংশ। পঞ্জাবে এই দুই দল একে অপরের বিরুদ্ধে লড়াই করলেও, দিল্লির সাত আসনে সমঝোতা করেছে তারা।
আপ সাদা দেশের ২২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তার মধ্যে রয়েছে পঞ্জাব-চণ্ডীগড়ের ১৪ টি, দিল্লির সাতটি এবং গুজরাতের একটি আসন। পঞ্জাবের চোদ্দোটি আসনেই আপ ও কংগ্রেসের মুখোমুখি লড়াই হচ্ছে। এই লড়াইয়ে আপ যদি লাভবান হয়, তাহলে ক্ষতি হবে কংগ্রেসের। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রশান্ত কিশোর।
পঞ্চাবে অন্যতম প্রতিদ্বন্দ্বী বিজেপিও। তারা সবকটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রসঙ্গত ২০১৯-এর নির্বাচনে বিজেপি পঞ্জাবে গুরুদাসপুর এবং হোসিয়ারপুর আসনে জয় পেয়েছিল।
রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর বলেছেন, নির্বাচনের মধ্যে অরবিন্দ কেজরিয়াল জেল থেকে বেরিয়ে আসায় আপের নেতা ও কর্মীদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তবে তিনি আরও বলেছেন, দিল্লি ও পঞ্জাবের বাইরে অরবিন্দ কেজরিওয়াল ভোটারদের তেমনভাবে প্রভাবিত করতে পারবেন না। প্রশান্ত কিশোর বলেছেন, কেজরিওয়ালের সাময়িক মুক্তি দিল্লি ও পঞ্জাবে আপের ভোটের ফলকে প্রভাবিত করলেও, অন্য রাজ্যে তা পারবে না।
প্রশান্ত কিশোর গত ২০২১-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে এবং ২০১৯-এর অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে জগনমোহন রেড্ডির প্রচারের নেতৃত্বে দিয়েছিলেন। অন্যদিকে ২০২৪-এর নির্বাচনের সম্ভাব্য ফল নিয়ে তিনি বলেছেন, নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। একদিকে যেমন বিজেপি তিনশো আসনের আশপাশে পৌঁছতেও পারে, অন্যদিকে অন্যদিকে পূর্ব ভারতে বাংলা ও ওড়িশায় তারা ভাল ফল করবে বলেও অভিষ্যদ্বাণী করেছেন তিনি। এছাড়া উত্তর ও পশ্চিম ভারতে বিজেপির ফলে তেমন কোনও পরিবর্তন হবে না বলেও মনে করেন তিনি।
সাত মে তৃতীয় দফায় ভোটের তিন দিন আগে অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে ছাড়া পান। তৃতীয় দফায় ভোট ছিল গুজরাতে। যেখানে আপ একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া আগামী ২৫ মে ষষ্ঠ দফায় দিল্লিল সাত আসনে নির্বাচন হতে চলেছে। তারপর পয়লা জুন পঞ্জাবের তেরোটি আসনে নির্বাচন হতে চলেছে, যেখানে আপ প্রতিদ্বন্দ্বিতা করছে।